শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

অতল জল -শাহনাজ পারভীন মিতা

অতল জল

শাহনাজ পারভীন মিতা

জল ,জল আর জল
কত জল এই পৃথিবীর বুকে!
অন্তহীন উচ্ছল সুখে।
জোয়ার ভাটার খেলায়,
চন্দ্র ,সূর্য ,গ্রহ ,তারার মেলায় ।

জলের আকার নেই,নিরাকার সে
বর্ণহীন গন্ধহীন স্বাদহীন যে।
কখনো নদী কখনো সমুদ্র মহাসমুদ্র
কখনো শান্ত কখনো অতন্দ্র।

মনের গভীরে অতল জল
কখনো কাজল কালো,
কখনো তা লবনাক্ত ।
অথচ ছোট্ট হৃদয় সরোবরে
সে পায় না ঠাঁই অথৈ গহ্বরে,
তাই অবিরাম গড়িয়ে পরে
চোখের গভীর হতে অশ্রুজলে ।

কখনো সুখের মায়ায়
কখনো গভীর বেদনায়।



লাইক করুন