অতল জল
শাহনাজ পারভীন মিতা
জল ,জল আর জল
কত জল এই পৃথিবীর বুকে!
অন্তহীন উচ্ছল সুখে।
জোয়ার ভাটার খেলায়,
চন্দ্র ,সূর্য ,গ্রহ ,তারার মেলায় ।জলের আকার নেই,নিরাকার সে
বর্ণহীন গন্ধহীন স্বাদহীন যে।
কখনো নদী কখনো সমুদ্র মহাসমুদ্র
কখনো শান্ত কখনো অতন্দ্র।মনের গভীরে অতল জল
কখনো কাজল কালো,
কখনো তা লবনাক্ত ।
অথচ ছোট্ট হৃদয় সরোবরে
সে পায় না ঠাঁই অথৈ গহ্বরে,
তাই অবিরাম গড়িয়ে পরে
চোখের গভীর হতে অশ্রুজলে ।কখনো সুখের মায়ায়
কখনো গভীর বেদনায়।