শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন

আমাতেই তুমি -শাহনাজ পারভীন মিতা

আমাতেই তুমি

শাহনাজ পারভীন মিতা

আমি আমাকেই ভালোবাসি
আর কেউ নয় ,
আমার ভেতর জেগে থাকে মায়া
তাকে যে জড়িয়ে থাকে
আমি তোমাতেই বাঁচি।

কখনো পদ্ম পাতার জল
হৃদয় টলমল ,
কখনো পর্তুলিকা ফুল
বা লজ্জাবতী লতা
যে আমার স্পর্শের অপেক্ষায় ব্যাকুল।

তুমি হতে পারো
পদ্ম পাতার জল ,পর্তুলিকা ফুল
বা লজ্জাবতী লতা
তবেই তুমি আমার আমাতে
রইবে অনুভূতির অতল ভালোবাসায় ।।



লাইক করুন