শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক মাহবুবা বেগমের জন্মদিন পালিত

ইয়াসির আরাফাত মিলনঃ

বিশ্ববাঙালি সংসদের সাধারণ সম্পাদক, কবি, কণ্ঠশিল্পী, অধ্যাপক ও কথাসাহিত্যিক মাহবুবা বেগমের জন্মদিন উপলক্ষ্যে সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সত্যেন বোস অডিটরিয়ামে আয়োজিত হয় এক বৈকালিক আড্ডা। কবি ও গীতিকার মুহাম্মাদ আবদুল আউয়াল পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জন্মদিনে কবি মাহবুবা বেগমকে দেশের বরেণ্য লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সংস্কৃতিজনরা উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।
তাঁদের মধ্যে রয়েছেন কবি ও ইঞ্জিনিয়ার ফরিদুজ্জামান, সাংবাদিক, গবেষক, বিজ্ঞান কবি ও বিশ্ববাঙালি সংসদের প্রধান উপদেষ্টা হাসনাইন সাজ্জাদী, বিশ্ববাঙালি সংসদের সভাপতি কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা, লেখক সাংবাদিক, সংস্কৃতিজন ও এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক সেলিম দৌলা খান, বিশ্ববাঙালি সংসদের সহসভাপতি অধ্যাপক হাসনা হেনা, বিশ্ববাঙালি সংসদের সহসভাপতি পণ্ডিত কার্ত্তিক কর্মকার, বিশ্ববাঙালি সংসদের সহসাধারণ সম্পাদক ও শিশু সাহিত্যিক মাহমুদুল হাসান রানা, কসবা প্রেসক্লাবের যুগ্মসম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্রাহ্মন বাড়ীয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেন, কবি, অনুবাদক, বীর মুক্তিযোদ্ধা ও তদানিন্তন বিমানবাহিনী কর্মকর্তা আশরাফ মীর্জা, বিশ্ববাঙালি সংসদের সাংগঠনিক সম্পাদক কবি শেলী সেলিনা, বিশ্ববাঙালি সংসদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল হক চাষী, গণসংযোগ সম্পাদক শাহাদাত জয়, যুব বিষয়ক সম্পাদক সাকিব হোসেন রাজু, ক্রীড়া সম্পাদক খন্দকার আল মুর্শেদ বিল্লাহ,সমাজ কল্যাণ সম্পাদক আসমা খানম,
শিক্ষাবিদ ও কবি ফেরদাউসী কুঈন, কবি কাজী মিরা, , কারযনির্বাহী সদস্য মোহাম্মদ সোলায়মান সহজ, কার্যনির্বাহী সদস্য কবি আব্বাস আবুল কালাম, কবি পারভেজ শিশির, কবি রবিউল আলম রবি সরকার,কবি এসএস রুশদী, হৃদয়ে লালসবুজের কর্ণধার কণ্ঠশিল্পী তাজ চৌধুরী, নীলা তাজ, কবি ও সংগঠক লুৎফর চৌধুরী, রমিজ উদ্দিন, কবি শাহাব উদ্দিন শামীম, শাহীনা বেগম, প্রফেসর’স মিডিয়া এন্ড কমিউনিকেন্স এর ম্যানেজার হাসমী রানা সবুজ, কবি ইসরাত হোসেন বাবলু এবং নাট্যজন ও কবি দেলোয়ার হোসেন রাতুল প্রমুখ। ফুলেল শুভেচ্ছা ছাড়াও অনেকে কবিকে বিভিন্ন উপহার প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুহেনা মোহাম্মদ হান্নান সাগর।



লাইক করুন