কিপটে মামা
মোঃ লাবলু হোসেন
কিপটে মামা ইজ্জত আলী
গায়ে দেই-না জামা,
বয়স আশি হয়নি বিয়ে
বল্লে কথা থামা ।।বিয়ে নাকি করলে মামা
ভাগ বসাবে মামি,
মামার অনেক টাকা পয়সা
এলাকায় নাম নামি ।।পিঁপড়া যদি গুড় মুখে খাই
অমনি টিপে আনে,
কিপটে মামার কূপণতা
গাঁয়ের সকল জানে ।।পায়ে দেইনা জুতা সেন্ডেল
ছিঁড়ে যাবে বলে,
একলা মামা হিসেব কোষে
আঙ্গুল ডলে ডলে।।ইঁদুর মাঠে ধান কেটেছে
গর্ত করে মাটি,
কোদাল দিয়ে খুঁড়ছে মামা
উসুল করবে খাঁটি ।।সকাল বেলা খায়-না দানা
বাড়বে খরচ বলে,
হটাৎ খবর আসলো কানে
মামা গেছে চলে ।।মোঃ লাবলু হোসেন লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা