শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

তোমাকে পেয়ে আমি পূর্ণ —–কোহিনূর আক্তার

তোমাকে পেয়ে আমি পূর্ণ

—–কোহিনূর আক্তার

তোমাকে পেয়ে আমি পূর্ণ,
যেন আকাশে জেগেছে নীল অনন্ত,
অপূর্ণ জীবনের প্রতিটি ফাঁকে
তুমি এনে দিলে আলো, মধুর সান্ত্বনা।

তোমার চোখে দেখি ভোরের সূর্য,
যে আলোয় মুছে যায় সব অন্ধকার,
তোমার স্পর্শে পাই শান্তির ঘ্রাণ,
যেন দীর্ঘ পথ শেষে মিলেছে ঘরবারান্দা।

তোমাকে পেয়ে আমার হৃদয় গায়,
চেনা পৃথিবী হঠাৎ অচেনা রঙে রাঙায়,
তোমার হাসিতে জীবনের মানে খুঁজি,
তুমি আমার অসম্পূর্ণ সুরের পূর্ণ সঙ্গীত।

তোমাকে পেয়ে আমি পূর্ণ আজ,
চাওয়া না চাওয়ায় তোমারই সাজ,
তুমি আমার প্রার্থনার শেষ শব্দ
তুমি আমার পূর্ণতা, আমার চির আনন্দ।



লাইক করুন