ফরহাদ হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি,
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর সার্বিক দিক-নির্দেশনায় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুললাহ্ আল মামুন এর তত্তাবধানে কোতোয়ালী মডেল থানার ইন্সপেক্টর ইন্টেলিজেন্ট সজীব কুমার বৈড়ে এর নেতৃত্বে এস আই মাসুদ জামেলী, এস আই মোঃ মাহবুব ফকির, এ এস আই মোঃ হুমায়ন কবীর সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২২ শে অক্টোবর পাওনা টাকা চাওয়াতে মোঃ আবু রায়হান (২৮) ও মোহাম্মদ ইয়াসিন (২৫) অষ্টধর ইউনিয়ন নিমতলা গ্রামের এই দুইজন আ” সা” মী আবু সাঈদ কে পেটের ভু” ড়ি বের করে ব্রহ্মপুত্র নদীতে ভাসিয়ে দেয়। মন্নাছ এর গুদারাঘাটের পাশে ভাসমান অবস্থায়
লা” শ দেখতে পায় এলাকাবাসী । কোতোয়ালী মডেল থানা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন যে চর দড়িকুষ্টিয়া নামাপাড়া অ”জ্ঞাত ব্যক্তির লা ” শ ভাসমান অবস্থায় নদীতে পড়ে রয়েছে । ঘটনাটি ঘটেছে গত ২২ শে অক্টোবর । ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ম”র্গে সিআইডি ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে লা” শের পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় । ৩০ শে অক্টোবর দুপুর সাড়ে বারোটায় ঢাকা কেরানীগঞ্জ থেকে ১ নং আ” সা” মি মোঃ আবু রায়হান, ইয়াসিন কে গ্রেফ ” তার করতে সক্ষম হন। আসামিদের বাড়ি অষ্টধার ইউনিয়ন নিমতলা গ্রামের । মামলার বাদী জসিম উদ্দিন কোতোয়ালী মডেল থানার সিসি নং- ১০৪৭- জিডি নং ২৫৭০ – আ” সা” মী দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে । তারা হ” ত্যা” র কথা স্বীকার করেছে ।