বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ
মাগুরার ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজার মেলার নিরাপত্তা দানের অজুহাতে ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
পূজা কমিটির কেউ বিষয়টি স্বীকার না করলেও তারা জানান যে, একজন যুবদল নেতার তত্ত্বাবধানে কিছু ইয়াং কর্মীদের সমন্বয়ে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। এই নিরাপত্তা কমিটির নেতাদের হাতে মেলার নিরাপত্তার দায়িত্ব প্রদান করা হয়েছে।
মেলায় অংশগ্রহণকারী কিছু ব্যবসায়ী ও পূজা উদযাপন কমিটির কিছু নেতা জানান,নিরাপত্তা কর্মীদের পারিশ্রমিক বাবদ ৫ লাখ টাকা লেনদেনের চুক্তির কথা তারা শুনেছেন। তবে এই টাকা লেনদেন হয়েছে কি না সেটা তারা জানেন না।
তবে একাধিক সুত্র নিশ্চিত করেছে যে,পূজা উদযাপন কমিটির কাছ থেকে এক নেতা এই টাকার অর্ধেক নিয়েছেন। বাকিটা মেলার শেষে নেবেন।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানাগেছে, ঐতিহ্যবাহী এই মেলায় কয়েক লক্ষ লোকের সমাগম ঘটে। মেলার নিরাপত্তা বিধানের দায়িত্ব পুলিশ ও সিভিল প্রশাসনের। মাগুরা পুলিশের পক্ষ থেকে নানামুখী নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বেসরকারি এই বিশেষ নিরাপত্তা কমিটির বিষয়ে তাদের কিছু জানা নেই।
প্রশাসনের অজ্ঞাতে কারা এই নিরাপত্তা কমিটি গঠন করেছে তা খতিয়ে দেখবেন বলে তারা জানান।
মাগুরা জেলা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন,এই মেলার নিরাপত্তা কমিটির বিষয়ে তারা আবগত নন। দলীয় পরিচয়ে কোন নেতা এ ধরনের চাঁদাবাজির কর্মকাণ্ডে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।