শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

শব্দের কথামালা – জেসমিন হুসাইন

শব্দের কথামালা

জেসমিন হুসাইন

মরুর বুকে জলের খোঁজে
দুঃখটাকে বোধের মাঝে
একলা সময় একলা আমি
সুখের পাল তুলে ,জীবনটা করি দামী ।

সেখানে এসে দাঁড়ায় শৈশব কৈশোর
হেটে যায় হেমন্তের ঝরা পাতায়
স্বপ্নময় চোখ শ্যামলবরন মেয়ে,
কেউ কী থাকে সেই অবেলায় ।

বলে মেয়ে তুমি একটু দাঁড়াও
ঝরা পাতা ওড়ে সোনালী রোদ্দুরে,
মনের গভীরে চোখ দৃষ্টি মেলে
পা ফেলি উড়ে চলি ফুসমন্তরে ।

সময় কখনো করে না একলা
জেগে ওঠে মন ,শব্দের কথামালা।
কলমেঃ
জেসমিন হুসাইন
মহেশপুর উপজেলা
ঝিনাইদহ।



লাইক করুন