বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই ইউপি সদস্য গ্রেফতার জুলাই যোদ্ধা শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক নির্বাচন কে করবেন কে করবেন না তা ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা গায়ে ছিলো কতো জোর মাগুরার গাংনালিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল—ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয়ে নেতৃবৃন্দের আহ্বান বিজয় মেলা ২০২৫-এ নতুন উদ্যোক্তাদের মিলনমেলা প্রতিশ্রুতি বিবেকের ধর্ম সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো আগমনী ট্রান্সপোর্ট, ক্ষতির অর্ধেক পরিশোধে সম্মতি চুয়াডাঙ্গার দর্শনায় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান

বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন : ডা. জাহিদ

আলোচিত কণ্ঠ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি উনি (বেগম খালেদা জিয়া) গ্রহণ করতে পারছেন। তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেয়ার সুযোগ নেই।

মঙ্গলবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা ও চিকিৎসা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজবে কান না দেয়ার অনুরোধ করছি।

তিনি বলেন, চিকিৎসায় সরকার সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে। সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছে দোয়া চাই। দোয়ার কারণেই হয়ত বেগম জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি।



লাইক করুন