বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই ইউপি সদস্য গ্রেফতার জুলাই যোদ্ধা শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক নির্বাচন কে করবেন কে করবেন না তা ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা গায়ে ছিলো কতো জোর মাগুরার গাংনালিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল—ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয়ে নেতৃবৃন্দের আহ্বান বিজয় মেলা ২০২৫-এ নতুন উদ্যোক্তাদের মিলনমেলা প্রতিশ্রুতি বিবেকের ধর্ম সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো আগমনী ট্রান্সপোর্ট, ক্ষতির অর্ধেক পরিশোধে সম্মতি চুয়াডাঙ্গার দর্শনায় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান

সিরাজগঞ্জ-১ এ বিএনপির প্রার্থী সেলিম রেজা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার নাম ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তিনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এলাকার ভোটার, নেতাকর্মী এবং সমর্থকদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

স্ট্যাটাসে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মনোনয়নের মাধ্যমে তার প্রতি যে আস্থা রাখা হয়েছে—তার যথার্থতা প্রমাণের প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি সিরাজগঞ্জ–১ আসনের জনগণের প্রতি সমর্থনের আহ্বান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে এলাকায় ইতিবাচক ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেন।

স্ট্যাটাসে কাজিপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম আফজাল হোসেন সরকার ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মনোনয়ন ঘোষণা উপলক্ষে কোনো ধরনের মিছিল, শোভাযাত্রা বা মিষ্টি বিতরণ না করার জন্য সংশ্লিষ্ট নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। দলের প্রচলিত নির্দেশনা অনুযায়ী নির্বাচনী পরিবেশ সুস্থ ও নিয়ন্ত্রিত রাখতে এ সিদ্ধান্তের কথা জানান সেলিম রেজা।



লাইক করুন