বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই ইউপি সদস্য গ্রেফতার জুলাই যোদ্ধা শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত সৌদিতে অনুমতি ছাড়া নির্বাচনি সভা, বেশ কয়েকজন বাংলাদেশি আটক নির্বাচন কে করবেন কে করবেন না তা ব্যক্তিগত ব্যাপার: স্বরাষ্ট্র উপদেষ্টা গায়ে ছিলো কতো জোর মাগুরার গাংনালিয়ায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল—ঐক্যবদ্ধ আন্দোলনের প্রত্যয়ে নেতৃবৃন্দের আহ্বান বিজয় মেলা ২০২৫-এ নতুন উদ্যোক্তাদের মিলনমেলা প্রতিশ্রুতি বিবেকের ধর্ম সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো আগমনী ট্রান্সপোর্ট, ক্ষতির অর্ধেক পরিশোধে সম্মতি চুয়াডাঙ্গার দর্শনায় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ ও সংলগ্ন মাঠে এই কর্মসূচি আয়োজন করা হয়।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ দোয়ায় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীসহ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে ফাতেহা শরীফ ও দরুদ শরীফ পাঠ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাইদুর রহমান বাচ্চু মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।



লাইক করুন