মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন    দলীয় হাইকমান্ড থেকে যাকেই মনোনয়ন দিবে, আমরা বিএনপি পরিবার তার পক্ষেই কাজ করব : ওমর ফারুক বাবু খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা রিশাদ হোসেনের বিগ ব্যাশ যাত্রা শুরু আজ, প্রথম ম্যাচ ও সময়সূচি   পরিবারের নিরাপত্তার সংকটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নওগাঁয় মহান বিজয় দিবস পালিত  জামায়াত ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না: আমির হামজা মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে চাঁদপুরে শহীদদের প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শ্রদ্ধাঞ্জলি বাবার দেশ, বাংলাদেশ লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা

কনস্টেবল থেকে নায়েক: পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক-ব্যাজ পরিধান

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় কেন্দ্রীয় মেধাতালিকায় সাফল্য অর্জন করে কনস্টেবল থেকে নায়েক পদে পদোন্নতিপ্রাপ্ত মোঃ রবিউল ইসলামকে আজ বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুরে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক-ব্যাজ পরিধান করানো হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই র‍্যাংক-ব্যাজ পরিধান করানো হয়।

বেলা ১২:০০ ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ রবিউল ইসলামকে নতুন র‍্যাংক-ব্যাজ পরিয়ে দেন চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

পদোন্নতির এই মাহেন্দ্রক্ষণে পুলিশ সুপার মহোদয় তাঁর কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মোঃ রবিউল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

র‍্যাংক-ব্যাজ পরিধানের পর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সদ্য পদোন্নতিপ্রাপ্ত নায়েক মোঃ রবিউল ইসলামকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

তিনি এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “পদোন্নতি কেবল একটি মর্যাদাই নয়, এটি দায়িত্ব ও কর্তব্যবোধের এক নতুন অঙ্গীকার।”

পুলিশ সুপার তাঁর বক্তব্যে কর্তব্যনিষ্ঠা, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার ওপর জোর দেন। তিনি নব-পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে বাংলাদেশ পুলিশের উজ্জ্বল ভাবমূর্তি ও সুনাম অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, পদোন্নতিপ্রাপ্ত সদস্যরা তাদের পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাঠপর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদী।

উক্ত বর্ণাঢ্য র‍্যাংক-ব্যাজ পরিধান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা। এছাড়াও চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ এই আনন্দঘন মুহূর্তের সাক্ষী হন এবং নতুন নায়েককে উষ্ণ অভিনন্দন জানান।

পদোন্নতিপ্রাপ্ত নায়েক মোঃ রবিউল ইসলাম সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে আরও মনোযোগ ও দক্ষতার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এই পদোন্নতির মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অপারেশনাল কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন।



লাইক করুন