মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন    দলীয় হাইকমান্ড থেকে যাকেই মনোনয়ন দিবে, আমরা বিএনপি পরিবার তার পক্ষেই কাজ করব : ওমর ফারুক বাবু খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা রিশাদ হোসেনের বিগ ব্যাশ যাত্রা শুরু আজ, প্রথম ম্যাচ ও সময়সূচি   পরিবারের নিরাপত্তার সংকটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নওগাঁয় মহান বিজয় দিবস পালিত  জামায়াত ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না: আমির হামজা মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে চাঁদপুরে শহীদদের প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শ্রদ্ধাঞ্জলি বাবার দেশ, বাংলাদেশ লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা

পরীক্ষামূলক রোড ডিভাইডারে মিলছে জনসন্তুষ্টি চাঁদপুরে যানজট নিরসনে ট্রাফিক বিভাগের কঠোর অভিযান

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর শহরের ক্রমবর্ধমান যানজট কমানো, সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের উদ্যোগে চলছে নিয়মিত অভিযান। পুলিশ সুপার (এসপি) মোঃ রবিউল হাসানের নির্দেশনায় ট্রাফিক বিভাগ সম্প্রতি বেশ কিছু কার্যকর উদ্যোগ হাতে নিয়েছে, যা ইতোমধ্যেই শহরবাসীর মধ্যে ব্যাপক সন্তুষ্টি তৈরি করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর ট্রাফিক বিভাগের নবাগত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর কুমার দাশ। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন।

টিআই প্রবীর দাশ জানান, এসপি’র কঠোর নির্দেশনায় অবৈধ যানবাহন, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, লাইসেন্স ছাড়া চালক—সবার বিরুদ্ধেই নিয়মিত মামলা করা হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেলে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী সাউন্ড সিস্টেম বন্ধে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, এসব সাউন্ড সিস্টেম পরিবেশে মারাত্মক শব্দ দূষণ সৃষ্টি করে। তাই আমরা কঠোর অবস্থান নিয়েছি।

পরীক্ষামূলক রোড ডিভাইডারে জনসন্তুষ্টি বৃদ্ধি টিআই প্রবীর কুমার দাশ আরও জানান, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পরীক্ষামূলকভাবে রোড ডিভাইডার স্থাপন করা হয়েছে। এর ফলে খুব অল্প সময়েই যান চলাচলে শৃঙ্খলা ফিরেছে এবং পথচারীদের স্বস্তি বেড়েছে। জনগণের ইতিবাচক মতামতের ভিত্তিতে পর্যায়ক্রমে শহরের আরও গুরুত্বপূর্ণ স্থানে এমন ডিভাইডার বসানোর পরিকল্পনা রয়েছে।

হকার উচ্ছেদেও কঠোর ব্যবস্থা যানজটের অন্যতম কারণ রাস্তায় অবৈধভাবে বসে থাকা হকাররা। এজন্য ট্রাফিক বিভাগ নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। পথচারীদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে এবং সড়ককে ঝুঁকিমুক্ত রাখতে এসব অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিভাগটি।

জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে, সাম্প্রতিক এসব উদ্যোগে শহরের নাগরিকদের মধ্যে স্বস্তির বাতাস বইছে। বিশেষ করে রোড ডিভাইডার বসানো ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কারণে যানজট উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। পরিবেশ রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা হ্রাসে ট্রাফিক বিভাগের প্রচেষ্টা সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।

চাঁদপুর শহরে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সড়কব্যবস্থা গড়ে তুলতে ট্রাফিক বিভাগের এসব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।



লাইক করুন