মেহেরপুর জেলা প্রতিনিধি মোঃ কামাল হোসেন খাঁন : বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল গ্রীণ টিভিতে মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক সাহাজুল সাজু।
শনিবার দুপুরে ঢাকায় অবস্থিত গ্রীণ টিভির প্রধান কার্যালয়ে চ্যানেলটির হেড অব নিউজ মাহমুদ হাসান আনুষ্ঠানিকভাবে তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
সাংবাদিক সাহাজুল সাজু মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের বাসিন্দা। তিনি দবির উদ্দীনের ছেলে এবং ছয় ভাই-বোনের মধ্যে সর্বকনিষ্ঠ।
দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করে আসছেন সাহাজুল সাজু। বর্তমানে তিনি জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মেহেরপুর নিউজে নিয়মিতভাবে সংবাদ পরিবেশন করে আসছেন।
মাঠপর্যায়ের অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি পাঠক ও সহকর্মীদের মাঝে ইতোমধ্যে আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।
গ্রীণ টিভিতে তার এই নিয়োগে মেহেরপুর জেলার সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।