সাইফুল ওয়াদুদ,নওগাঁ জেলা প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নওগাঁ পৌরসভার মধ্যদূর্গাপুরে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নওগাঁ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নওগাঁ সদর -৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নওগাঁ জেলা শাখার আহবায়ক হেদায়েতুল ইসলাম সুমনের সভাপতিত্বে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) নওগাঁ জেলা শাখার সদস্য সচিব স.ম আলেফ হোসেন সুমন, জিসাসের যুগ্ম আহবায়ক আলমগীর কবির, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির সহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। থেকে ।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।