বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের ‘বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব’ এর উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মেমন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ এর সঞ্চালনায় ও অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অত্র প্রেসক্লাবের সাবেক সভাপতি পিকেএম আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিহাব, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক আব্দুল করিম মাষ্টার, কোষাধক্ষ্য কায়েস উদ্দিন, সহ- সাংগঠনিক সম্পাদক তারেক রহমান প্রমুখ। এসময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীসহ ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪’র গণঅদ্ভুত্থান পর্যন্ত দেশের জন্য জীবন দানকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।