রাকিব হোসেন ঢাকা: রাজধানীর নিউ মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও জবরদখলের অভিযোগে জাহিদ হোসেন ওরফে ‘চাচা জাহিদ’ ও তার সহযোগীদের বিরুদ্ধে স্থানীয় ব্যবসায়ী, দোকান মালিক ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
(শনিবার) সকাল ১১টায় নিউ মার্কেট ওভারব্রিজ সংলগ্ন মিরপুর রোডে। আয়োজকরা জানিয়েছেন, মানববন্ধনের মাধ্যমে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ চাঁদাবাজি বন্ধ, নিরাপদ ব্যবসায়িক পরিবেশ দাবি করবেন।
মানববন্ধনের আয়োজন করছে নিউ সুপার মার্কেটের বর্তমান কার্যকরী কমিটি, যার সভাপতি হাজী সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন্নবী, সদ্য সাবেক সভাপতি এম এ কাশেম, সাবেক সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম. মাহবুর রহমান স্বপন সহ সকল কার্যকরী সদস্য এবং নিউ সুপার মার্কেটের সমস্ত দোকান মালিক ও ব্যবসায়ী-কর্মচারীরা। সরকারের দ্রুত হস্তক্ষেপ ও সমস্যা সমাধানের প্রত্যাশা করা