মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুরে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জগন্নাথের প্রবেশপথে এবার পাকিস্তানের পতাকার পাশে আঁকা হলো ভারতের পতাকা আগমনী ট্রান্সপোর্টের অবহেলায় ক্ষতির মুখে বোয়ালমারীর ব্যবসায়ীরা মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চাঁদপুর জেলা পুলিশের শ্রদ্ধা দর্শনায় ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক: মাদকবিরোধী অভিযানে ১৬০ পিস ইয়াবা জব্দ সলঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস দালাল মুক্ত হওয়ায় গ্রাহকদের মাঝে ফিরে এসেছে স্বস্তি সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির মহান বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মিছিল  মহান বিজয় দিবস: চুয়াডাঙ্গায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জেলা পুলিশ ও প্রশাসনের গভীর শ্রদ্ধা ধানমন্ডি বত্রিশে টাঙানো হলো হাদি ও ভাসানীর ছবি

রায়গঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মজিবর রহমান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল বিশ্বাস, ইশরাত জাহান এশা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। স্বাধীনতার প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।#



লাইক করুন