সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় হিমালয়ের বিরল প্রজাতির গৃহিনী শকুন উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে অসুস্থ অবস্থায় পাখিটিকে উদ্ধার করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা যায়, সদর উপজেলার আমলাপাড়া এলাকার স্থানীয় যুবক পাপ্পুর কাছে থাকা শকুনটির বিষয়ে খবর পেয়ে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস ঘটনাস্থলে যান। পরে তিনি শকুনটি উদ্ধার করে নিজ তত্ত্বাবধানে নেন।
স্থানীয় যুবক পাপ্পু জানান, চরাঞ্চলের কয়েকজন যুবক প্রথমে অসুস্থ শকুনটি দেখতে পেয়ে ধরে ফেলে এবং বেঁধে রাখে। বিষয়টি জানার পর তিনি শকুনটিকে নিজের কাছে নিয়ে আসেন। প্রায় তিন দিন শকুনটি তার কাছে রাখার পর পরিবেশকর্মীদের অবহিত করা হয়।
মামুন বিশ্বাস জানান, উদ্ধার হওয়া পাখিটি হিমালয় অঞ্চল থেকে আগত গৃহিনী শকুন। ধারণা করা হচ্ছে, ভ্রমণের সময় অসুস্থ হয়ে পড়েছিল শকুনটি। বর্তমানে পাখিটিকে প্রয়োজনীয় খাবার ও ওষুধ দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক, বিবিসিএফের উপদেষ্টা ড. মোল্লা রেজাউল করিম এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শকুনটিকে নির্ধারিত স্থানে হস্তান্তর করা হবে।