মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নবাগত যোগদান করা মো: উবায়দুর রহমান সাহেল-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোট, দামুড়হুদা উপজেলা শাখা।
আজ সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সকাল ১০ টার সময় এক বিশেষ সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা জানানো হয়।
ইউএনও মহোদয়ের কার্যালয়ে এই আন্তরিক শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু মহাজোটের জেলা ও উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন-
জনাব চিরু কুমার সাহা কনক, মহাসচিব, বাংলাদেশ হিন্দু মহাজোট, চুয়াডাঙ্গা জেলা শাখা।
বাবু বাসুদেবকুমার হালদার, আহবায়ক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, দামুরহুদা উপজেলা শাখা।
বিপুল কুমার দাস, সভাপতি, বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (BDERM), চুয়াডাঙ্গা জেলা শাখা।
বাবু মন্টু কুমার হালদার, আহবায়ক, বাংলাদেশ হিন্দু মহাজোট, দামুড়হুদা উপজেলা শাখা।
সুরঞ্জন কুমার দাস, সদস্য, বাংলাদেশ হিন্দু মহাজোট, দামুরহুদা উপজেলা শাখা।
এছাড়াও, বাংলাদেশ হিন্দু মহাজোটের জেলা ও উপজেলা শাখার অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এই সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন এবং নবাগত ইউএনও মো: উবায়দুর রহমান সাহেল-এর সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি, উপস্থিত নেতৃবৃন্দ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে একটি বিশেষ ফেস্টুন ইউএনও হাতে তুলে দেন। এই ফেস্টুন হস্তান্তরের মাধ্যমে তারা সমাজের সকল স্তরের মানুষের অধিকার সুরক্ষায় এবং অসাম্প্রদায়িক চেতনাকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ ইউএনও সঙ্গে উপজেলার সংখ্যালঘু জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, মন্দির ও পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা এবং সরকারি উন্নয়নমূলক কার্যক্রমে সকল সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
তাঁরা আশা প্রকাশ করেন যে, নবাগত ইউএনও-এর নেতৃত্বে দামুড়হুদা উপজেলায় সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং সকল নাগরিক সমান সুযোগ পাবে।
নবাগত ইউএনও মো: উবায়দুর রহমান সাহেল উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “দামুড়হুদা উপজেলার উন্নয়নে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করি। সব ধর্মের ও বর্ণের মানুষের সহাবস্থান এবং তাদের সমস্যা সমাধানে প্রশাসন সর্বদা পাশে থাকবে। বাস্তবায়নে এবং একটি জনবান্ধব প্রশাসন গঠনে আমি বদ্ধপরিকর।”
নেতৃবৃন্দ ইউএনও-কে তাঁর নতুন কর্মজীবনের জন্য শুভ কামনা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।