মোঃ জাবেদ হোসেনঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ১৬ থেকে ১৮ ডিসেম্বর এ মেলা অনুষ্ঠিত হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জেলা প্রশাসন চাঁদপুরের অফিসিয়াল আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর বিকাল ৪টায় বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
মেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে— মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গান, দেশীয় লোকগীতি, লালন সংগীত, ব্যান্ড সংগীত, মূকাভিনয়, নাটিকা ও অন্যান্য মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও মেলার সমাপনী দিনে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত একটি দল পরিবেশন করবে বিখ্যাত গম্ভীরা সংগীত।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসের এই আয়োজনকে সফল করতে এবং মহান বিজয়ের চেতনাকে ধারণ করে অনুষ্ঠান উপভোগ করার জন্য সর্বস্তরের জনগণকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টটি ব্যাপক সাড়া ফেলেছে। বিজয় মেলার আয়োজনকে স্বাগত জানিয়ে অনেকে ইতিবাচক মন্তব্য করার পাশাপাশি বিভিন্ন পরামর্শও প্রদান করছেন।