আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলার আকাশের সেই বীর সন্তানকে,
যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা উড়াতে।
জন্ম: ২৯ অক্টোবর ১৯৪১
জন্মস্থান: রায়পুর, নড়াইল, বাংলাদেশ
রনাঙ্গনে সাহসী ভূমিকা:
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি পাকিস্তান বিমানবাহিনীর পাইলট হয়েও বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রাখেন। দেশমাতৃকার টানে তিনি শত্রুপক্ষের একটি T-33 জেট প্রশিক্ষণ বিমান ছিনিয়ে এনে বাংলাদেশের পক্ষে ব্যবহার করার চেষ্টা করেন। সেই মিশন ছিল জীবনকে উপেক্ষা করে এক অভূতপূর্ব দুঃসাহসিক সিদ্ধান্ত!
এই অপারেশনের সময় তিনি শহীদ হন—কিন্তু রেখে যান অমর বীরত্বের এক চিরজাগ্রত ইতিহাস।
সমাধিস্থল:
ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর চিরনিদ্রা।
তাঁর প্রতি অশেষ শ্রদ্ধা—
যতদিন বাঙালি থাকবে, তাঁর সাহস ও আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মকে প্রেরণা জোগাবে।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
মুক্তিযুদ্ধ
বাংলাদেশেরগর্ব
শ্রদ্ধাঅসীম
দেশপ্রেম
সালাম সেই আকাশ বিজয়ী বীরকে!