মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দলীয় হাইকমান্ড থেকে যাকেই মনোনয়ন দিবে, আমরা বিএনপি পরিবার তার পক্ষেই কাজ করব : ওমর ফারুক বাবু খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহযোগিতা দিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা রিশাদ হোসেনের বিগ ব্যাশ যাত্রা শুরু আজ, প্রথম ম্যাচ ও সময়সূচি   পরিবারের নিরাপত্তার সংকটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ নওগাঁয় মহান বিজয় দিবস পালিত  জামায়াত ৭১ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না: আমির হামজা মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে চাঁদপুরে শহীদদের প্রতি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শ্রদ্ধাঞ্জলি বাবার দেশ, বাংলাদেশ লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

যত্ন হলো বিরল ফুল 

জেসমিন খাতুন:

এই পৃথিবীতে যত্ন হলো বিরল ফুল,

যার গন্ধে নিজের অস্তিত্ব ভিজে যায়,

কিন্তু তুমি যদি অবহেলায় পা দাও,

সে ফুল নিঃশব্দে মরে যায়।

আর তার মৃত্যুতে পৃথিবী এতটুকু ও আলো হারায় না

মানুষ ও হারায় না, তবে এখন মানুষ পাওয়া বড্ড কঠিন।

যে তোমারে সামান্য যত্ন নিয়ে বুকের কাছে আগলে রাখতে চায়,

তারে অন্তত অবহেলা দিয়ে হারিয়ে ফেলো না।

এই জগতে যত্নের বড্ড বেশি অভাব,

তাই যে সামান্য যত্ন নেয়, তাকে যত্ন করো,

কদর করে বুকের দাবিতে রেখে দাও,আদর করে।

যে তোমারে আগলে রাখে,সে আসলে তোমার নিঃশ্বাসের ভেতর থাকা এক নরম বৃষ্টি,

যে শুকায় না অবহেলায়, কিন্তু কাঁদে নিঃশব্দে।

এই পৃথিবী যত্নহীন এক মরুভূমি,

যেখানে ভালোবাসা মানে জলভ্রম,

তাই যে সামান্য পানি দেয়, তাকে নদী ভেবে যত্ন করো।

যত্ন শুধু ভালোবাসা না,যত্ন একরাশ প্রার্থনা।

যে তোমারে আগলে রাখে, সে কোনো সাধারণ মানুষ না,

সে এমন এক ঠাঁই–

যেখানে তোমার ভাঙাচোরা মনও শান্তি খুঁজে পায়।

যত্ন দাবি নয়, তবু যত্নই সবচেয়ে বড় দাবি—

কারণ, যারে যত্নে রাখো সে তোমারে আপন ভাবে,

আর যারে অবহেলা করো,

সে একদিন ঠিক এমনভাবে দূরে সরে যায়,

যেভাবে নিশ্বাস চলে যায় বুক থেকে,

ফিরে আসে না আর কোনোদিন।

যত্ন একবার মরে গেলে,তার কবরেও ফুল ফোটে না আর কোন দিন।

কলমেঃ

জেসমিন খাতুন

চীফ রিপোর্টার

জাতীয় প্রতিদিনের আলোচিত কণ্ঠ

রামপুরা, বনশ্রী

ঢাকা -১২০৫



লাইক করুন