মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দর্শনায় ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক: মাদকবিরোধী অভিযানে ১৬০ পিস ইয়াবা জব্দ সলঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস দালাল মুক্ত হওয়ায় গ্রাহকদের মাঝে ফিরে এসেছে স্বস্তি সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির মহান বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য বিজয় মিছিল  মহান বিজয় দিবস: চুয়াডাঙ্গায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জেলা পুলিশ ও প্রশাসনের গভীর শ্রদ্ধা ধানমন্ডি বত্রিশে টাঙানো হলো হাদি ও ভাসানীর ছবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবসে বোয়ালমারীতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিজয় মিছিল ১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে: রাশেদ খান ৩৭ হাজার কোটি টাকা দেনায় পড়েছে পিডিবি

পটুয়াখালীতে ডিএনসির অভিযান: ১৮০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার, আরেকজন পলাতক

অপূর্ব সরকার,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর নিয়মিত অভিযানে ১৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হলেও অপর আসামি পলাতক রয়েছে।

ডিএনসি, পটুয়াখালী জেলা কার্যালয় “ক” সার্কেলের উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর) পটুয়াখালী সদর থানাধীন শারিকখালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দিনব্যাপী অভিযানটি সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা অব্দি চলে। অভিযানে মোট ২টি অভিযান পরিচালনা করে যার ১টিতে নিয়মিত মামলা দায়ের করা হয়।

অভিযানকালে শারিকখালী, ০৫ নং ইটবাড়িয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডে অবস্থিত আসামি নাজমা বেগম (৪২) ও নিশা আক্তার স্বপ্না (২০)-এর নিজ দখলীয় দক্ষিণ ভিটির উত্তর দুয়ারি দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা বসতঘর থেকে ১৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

এ সময় নিশা আক্তার স্বপ্না (২০), পিতা- লিটন শেখ, মাতা- নাজমা বেগমকে গ্রেফতার করা হয়। অপর আসামি নাজমা বেগম (৪২), স্বামী- আবু বকর সিদ্দিক, মাতা- আছিয়া বেগম, কৌশলে পালিয়ে যায়। উভয় আসামির বাড়ি পটুয়াখালী সদর থানাধীন শারিকখালী, ০৯ নং ওয়ার্ড, ইটবাড়িয়া ইউনিয়নে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয় “ক” সার্কেলের উপ-পরিদর্শক এস. এম. শাহীন পারভেজ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলাটি পটুয়াখালী সদর থানার মামলা নং-২৫, তারিখ ১৫-১২-২০২৫।

ডিএনসি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



লাইক করুন