বি.এম. সাদ্দাম হোসেন; স্টাফ রিপোর্টার মাগুরা সদর–শ্রীপুর আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে বাড়ি ফেরার পথে আটক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও সাবেক যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। আজ সোমবার ১ টার দিকে দুপুরে মাগুরা সদর উপজেলার আঠারোখাদা এলাকা থেকে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি তদন্তাধীন মামলা রয়েছে। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লা আল মাহমুদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি। মনোনয়ন সংগ্রহকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমি কোনো দলের প্রার্থী হিসেবে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি বা সমস্যা হয়নি। আমি আশা করি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।”
তিনি আরও জানান, ২০১০ সাল পর্যন্ত তিনি শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আর আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে ছিলেন না। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। পরে ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির আটকের বিষয়ে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন,
“তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলা তদন্তাধীন রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।”
এদিকে জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, সোমবার বিকেল ৫টা পর্যন্ত মাগুরা-১ ও মাগুরা-২ আসনে মোট চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম চলবে।
প্রথম দিনের মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন—
মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মতিন এবং মাগুরা-২ আসনে অধ্যাপক এম.বি. বাকের।
এছাড়া মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে মিথুন রায় চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেন।