আব্দুল মতিন মুন্সী ফরিদ পুর জেলা প্রতি নিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বোয়ালমারী উপজেলা সদরে আয়োজিত এ বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাসিরুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী ফরিদপুর-১ আসন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা বহন করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন,
“১৬ ডিসেম্বর আমাদের গৌরব, আমাদের অহংকার। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয়ের চেতনাকে ধারণ করেই দেশনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।
বিজয় মিছিলে আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইকরাম হোসেন, বোয়ালমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম সম্রাট, পৌর যুবদলের সভাপতি মো. আমিনুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আলামীন হোসেন, বোয়ালমারী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. বায়োজিদ খান রাব্বি।
এছাড়াও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা মহিলা দলের সভাপতি মাহমুদা খানম মিতু এবং সাধারণ সম্পাদক আরজিনা সুলতানা সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিজয় মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।