মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে আজ ১৬ ডিসেম্বর, মঙ্গলবার চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ, চুয়াডাঙ্গা।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আজ মঙ্গলবার সকাল ০৬:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যারা আত্মদান করেছেন, সেই বীর শহীদদের স্মরণে চুয়াডাঙ্গার সরকারি ও বেসরকারি কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসন, চুয়াডাঙ্গা’র পক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। এরপর জেলা পুলিশ, চুয়াডাঙ্গা’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুল ইসলাম জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সদের সাথে নিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন। তিনি পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার শান্তি কামনায় গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের বিদেহী আত্মার শান্তি ও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের পর চুয়াডাঙ্গার জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এই শ্রদ্ধার্ঘ্য প্রদানের মাধ্যমে পুরো শহীদ হাসান চত্বর এলাকার পরিবেশ অত্যন্ত ভাবগম্ভীর ও শোকাবহ হয়ে ওঠে।
এবারের মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গা।
জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চুয়াডাঙ্গা।
মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা।
মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা।
এছাড়াও জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দসহ চুয়াডাঙ্গা সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদনের এই মহৎ কর্মসূচিতে অংশ নেন।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই কর্মসূচির মধ্য দিয়ে চুয়াডাঙ্গার আপামর জনসাধারণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ ইতিহাসকে নতুন করে স্মরণ করল।