এম দুলাল উদ্দিন আহমেদ, সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ সময় ধরে সংঘবদ্ধ দালাল চক্রের ব্যাড়াজালে বন্দী থাকা সলঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসকে দালাল মুক্ত করলেন এজিএম (কম) শাহজালাল । এতে গ্রাহকদের মাঝে স্বস্তিসহ অফিসিয়াল কাজের গতি ফিরে এসেছে। ফলে এজিএম এর প্রশংসনীয় এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সলঙ্গাবাসী।
মঙ্গলবার (১৬ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে সলঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসে দেখা যায়, গত ১৩ জানুয়ারী ২০২৫ইং তারিখে এজিএম (কম) শাহজালাল সলঙ্গা সাব জোনাল অফিসে যোগদানের পর থেকেই সেখানে দালালমুক্ত পরিবেশ ফিরে আসায় গ্রাহকরা স্বস্তি প্রকাশ করছেন। কারণ এর ফলে হয়রানি কমেছে, ঘুষ ছাড়া কাজ হচ্ছে এবং নতুন সংযোগ বা সেবার জন্য দীর্ঘ অপেক্ষার দিন শেষ হয়েছে।
বর্তমান এজিএম (কম) যোগদান করার পর থেকে এই পরিস্থিতির উন্নতি হয়েছে বলে স্থানীয়রা বলছেন, যা বিদ্যুৎ পরিসেবা পেতে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি এনেছে। গ্রাহকদের ভাষ্যমতে হয়রানি, দালালদের দৌরাত্ম্য ও অযথা টাকা নেওয়া বন্ধ হয়েছে। বর্তমানে সলঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসে ঘুষ ছাড়া এবং হয়রানি মুক্ত তথা একমাত্র সরকারি খরচে কাজ সম্পন্ন হচ্ছে, যা আগে ছিল অকল্পনীয়। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে দালাল সিন্ডিকেট মুক্ত হওয়ায় আবেদন জমা দেওয়া থেকে শুরু করে মিটার পাওয়া পর্যন্ত প্রক্রিয়া দ্রুততর হয়েছে। সেইসাথে দালাল মুক্ত পরিবেশে অফিসিয়াল কাজেও গতি ফিরে এসেছে। ইতিমধ্যে এজিএম (কম) শাগজালাল যোগদানের পর প্রায় ৪ থেকে ৫ হাজার গ্রাহক বিনামূল্যে বিদুৎ সংযোগ পেয়েছে। শুধু তাই নয়, একশ থেকে একশ বিশজন গ্রাহক বিনামূল্যে বিদুতের খুটি পেয়েছে। এতে দালাল চক্রের কারণে হয়রানির শিকার হওয়া সলঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের গ্রাহকরা এখন স্বস্তিতে আছেন।
এমন মহতি কাজের জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে গ্রাহকদের কাছে সলঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম (কম) শাহজালাল প্রশংসায় ভাসছেন। কিন্তু দালাল চক্রের কাছে তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন। এদিকে এজিএম (কম) শাহজালাল সলঙ্গা সাব জোনাল অফিসে দালাল মুক্ত পরিবেশ অব্যাহত রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে এজিএম কম শাহজালাল বলেন, গ্রাহক সেবার মান বৃদ্ধি, মানসম্মত সেবা প্রদান, দালালের দৌড়াত্ত প্রতিরোধ এবং গ্রাহক প্রান্তে সঠিক সেবা পৌঁছানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, আমি যোগদারে পরে কারো মিটার নষ্ট, কারো বিদ্যুৎ বিল সংক্রান্ত জটিলতা, আবার অনেকের নতুন সংযোগের কাজ ঝুলে গেছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করে দিয়েছি। পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃক অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের পাশ কাটিয়ে কিছু দালাল ও তার সহযোগীরাই মূলত সংযোগ সংক্রান্ত সব কার্যক্রম নিয়ন্ত্রণ করছে দীর্ঘদিন ধরে। পরে আমি পল্লী বিদ্যুৎ বোর্ড কর্তৃক অনুমোদিত নিবন্ধিত ইলেকট্রিশিয়ানদের বাইকে কেউ কাজ করতে পারবেনা মর্মে নির্দেশ দিয়েছি।
এ বিষয়ে সলঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা)’র পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, এজিএম (কম) শাহজালাল যোগদানের পর থেকে গ্রাহকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং দালাল মুক্ত হয়েছে। তিনি আরো বলেন, গ্রাহকদের হয়রানি কমেছে, ঘুষ ছাড়া কাজ হচ্ছে, দালালদের দৌরাত্ম্য কমেছে এবং নতুন সংযোগ বা সেবার জন্য দীর্ঘ অপেক্ষার দিন শেষ হয়েছে। সর্বোপরি সলঙ্গা সাব জোনাল অফিসটিকে আমরা পুর্নাঙ্গ জোনাল অফিসে রুপান্তরিত করতে কাজ করছি,সুতরাং এ কাজটি বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।