মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে ১নং সদিয়াচাঁদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনায় কমিটির আয়োজনে মহান বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এনায়েতপুর থানা যুবদলের কার্যালয়ে ৫৫ তম মহান বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলামের সভাপতিত্বে ও এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্যসচিব মুনজুর রহমান মুঞ্জ শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক আঃ খালেক সেখ,পল্লিচিকিৎসক সাইদুল ইসলাম,এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আবু ইউসুফ লাকী মল্লিক, ১নং সদিয়াচাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম লেবু মীর,সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম মিঠু,এনায়েতপুর থানা কৃষকদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন,সাধারণ সম্পাদক সাংবাদিক মুক্তার হাসান,এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এমএ কাশেম,সদিয়াচাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকিব মীর,সাধারণ সম্পাদক আবু তালেব,খামারগ্রাম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন মীর। দোয়া ও আলোচনা সভা শেষে আনন্দন র্র্যালি নিয়ে এনায়েতপুর থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।