মোঃ লাবলু হোসেন
স্বাধীনতা স্বাধীনতা
তোমাকে ছুঁই স্বাধীনতা
লক্ষ প্রাণের আত্মদানে
তুমি বিজয়গাঁথা।।
শোষণ শাসন নিপীড়নে
ধরেছিলাম অস্ত্র,
রক্ত স্রোতে ভেসেছিলো
বাংলার মাটি অত্র।।
মায়ের বুকে হা-হা কার এক
বাবার দুঃখ ব্যথা #
দেশ প্রেমিকের আত্মদানে
শহীদ গাজীর স্নান,
ঝরলো মায়ের বুকেরই ধন
লক্ষ তাজা প্রাণ।।
হই গেরিলা অস্ত্র ধরি
মাতৃভূমি স্বাধীন করি
একাত্তরে যথা #
লাল সবুজের এই পতাকা
রক্ত দিয়ে আঁকা,
মুছবেনা নাম স্বাধীনতার
বুকের রক্ত মাখা।।
হটিয়েছিলাম পাক বাহিনী
ডিসেম্বরের কথা#
মোঃ লাবলু হোসেন লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা