বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ: নির্বাচনী আমেজ ও নেতাকর্মীদের উচ্ছ্বাস জীবননগরে অতিথি পাখি নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভা ও মানববন্ধন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন ও জেলা প্রশাসকের একাধিক দপ্তর পরিদর্শন আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয়মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত একই গ্রামের তিন শিক্ষার্থী পেলেন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ ১৭ জানুয়ারির মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট করাই পুলিশের মাথাব্যথা রাজধানীর বংশালে গোয়েন্দা সূত্র ধরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

চলতি বছর ভারতে গ্রেপ্তার অনুপ্রবেশকারীদের মধ্যে সর্বোচ্চ বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মোট ২ হাজার ৫৫৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। গতকাল মঙ্গলবার ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার অধিবেশনে এ তথ্য জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।

অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল এবং ভুটান—এই পাঁচ দেশের সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন মোট ৩ হাজার ১২০ জন। এদের মধ্যে বাংলাদেশি গ্রেপ্তারের সংখ্যা সর্বোচ্চ।,

গ্রেপ্তার অপ্রবেশকারীদের হিসেবে বাংলাদেশের পরেই আছে মিয়ানমার। চলতি বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মিয়ানমার থেকে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৪৩৭ জন। এছাড়া অনুপ্রবেশের অভিযোগে গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত পাকিস্তানের সীমান্ত থেকে ৪৯ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্ত থেকে ৭৮ জনকে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

লোকসভা অধিবেশনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান, গত ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০ বছরে ভারতে গ্রেপ্তার অনুপ্রবেশাকারীদের মধ্যেও শীর্ষে আছেন বাংলাদেশিরা। তিনি বলেন, এই দশ বছরে ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ১৮ হাজার ৮৫১ জন বাংলাদেশি।

এছাড়া এই সময়সীমায় ভারত মিয়ানমার সীমান্তে ১,১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে গ্রেপ্তার/আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

প্রসঙ্গত বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন— এই ৬ দেশের সঙ্গে স্থলসীমান্ত আছে চীনের। এই স্থলসীমান্তের সম্মিলিত দৈর্ঘ্য ১৫ হাজার ১০৬ দশমিক ৭ বর্গকিলোমিটার।

এই ছয় দেশের মধ্যে বাংলাদেশের সঙ্গে সবচেয়ে সীমান্তের দৈর্ঘ্য সবচেয়ে বেশি— ৪ হাজার ৯৬ দশমিক ৯০ কিলোমিটার।

সূত্র : পিটিআই



লাইক করুন