মোঃ লাবলু হোসেন:
গায়ে ছিলো কতো জোর
উঠতাম আমি সকাল ভোর।।
নাঙল কাঁধে যাইতাম মাঠে
জমিন রোজই চষিতে,
এখন আমার দেহ কাঁপে
উঠিতে আর বসিতে।।
গায়ের চামড়া গেছে ঝুলে
রঙ তাতে চটেছে,
দেহে ভিতর হাজার রোগে
বাসা আজ বেঁধেছে ।।
রাত দুপুরে ঘেঙর ঘেঙর
ঘুম ভাঙাই সব কাশিতে #
পাইকা গেছে মাথারই চুল
কথা বলি এখন ভুল,
এক পা কবর এক পা ডাঙ্গায়
পাইনে কোনো আমি কূল।।
ফুসফুসিতে ছিলো রে-দম
সুর তুলিতাম বাঁশিতে #
দাঁত গুলি সব নড়বড় করে
কানে শুনি এখন কম,
কাঁশতে কাঁশতে যাইরে বুঝি
বন্ধ হয়রে আমার দম।।
কখন জানি ডাক আসিবে
উঠতে হবে খাটিতে #
মোঃ লাবলু হোসেন লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা