মুস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর) সার্কেল আনোয়ারুল কবির এবং দর্শনা থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে আজ রাতে। অভিযানে ড্রাইভিং লাইসেন্সবিহীন ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
আজ বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ইং সন্ধ্যার পর থেকে এ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের যাচাই-বাছাই করা হয় এবং সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়। পুলিশ সূত্র জানায়, সড়ক দুর্ঘটনা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে।
অভিযান প্রসঙ্গে সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবির বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুশৃঙ্খল রাখতে নিয়মিত এ ধরনের অভিযান চলবে। গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যবহার নিশ্চিত করা সবার জন্য বাধ্যতামূলক।”
দর্শনা থানা ইনচার্জ মেহেদী হাসান জানান, “আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হচ্ছে। একই সঙ্গে সাধারণ চালকদের আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনা কমবে।
পুলিশ প্রশাসন আরো জানান, আগামীকাল জীবননগরে অভিযান পরিচালিত হবে এবং নিয়মিত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ ধরনের অভিযান চলমান থাকবে।