বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ: নির্বাচনী আমেজ ও নেতাকর্মীদের উচ্ছ্বাস জীবননগরে অতিথি পাখি নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভা ও মানববন্ধন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন ও জেলা প্রশাসকের একাধিক দপ্তর পরিদর্শন আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয়মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত একই গ্রামের তিন শিক্ষার্থী পেলেন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ ১৭ জানুয়ারির মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট করাই পুলিশের মাথাব্যথা রাজধানীর বংশালে গোয়েন্দা সূত্র ধরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

সাইফুল ওয়াদুদ,নওগাঁ জেলা প্রতিনিধি: মুক্তিযোদ্ধা সংসদ সদর শাখার আয়োজনে নওগাঁ হানাদারমুক্ত দিবস আলোচনা ও মতবিনিময় সভার মধ্যে দিয়ে পালিত করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সদর উপজেলায় বসবাসকারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের প্রায় তিন শতাধিক সদস্যদের নিয়ে এ আলোচনা ও মতবিনিময় সভা করা হয়।

সদর থানা কমান্ডের আহবায়ক এ এফ এম নুরুজ্জামান নান্টুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনে  বিএনপি মনোনিত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আহবায়ক প্রবীণ মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আনসারী,সদর ইউনিটের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ,আব্দুর রাজ্জাক প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে সুরা পাঠ করেন মোজাম্মেল হক ও গিতা পাঠ করেন সন্তোষ কুমার।

 



লাইক করুন