আসিফ জাহান:
ক্ষমতার মোহ এমনি যে,
একটি স্বপ্নকে
শেষ করতে দ্বিধা করেনি সে।
হার মানিয়েছে
ইতিহাসের জঘন্যতম অধ্যয়কে।
এদৃশ্য দেখে
ঘসেটি বেগমও নেপথ্যে হাসে,
হাসে অনেকেই।
নবাব
সেতো নবাবই
বাঁচা এবং মরার ভিতর ম্লান হয়না সে।
ইতিহাস
তাকে বয়ে নিয়ে বেড়াই সমানভাবে।
মানুষ বদলালেও
ইতিহাস বদলায় না কখনো
বয়ে চলে সমানতালে চিরকাল।
প্রতিশ্রুতি
বিবেকের ধর্ম
এধর্ম অধর্ম হলে বিবেক কষ্ট পায়!
কষ্ট পায় ভিতরের আমি।