বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ: নির্বাচনী আমেজ ও নেতাকর্মীদের উচ্ছ্বাস জীবননগরে অতিথি পাখি নিধন বন্ধ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতামূলক সভা ও মানববন্ধন চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন ও জেলা প্রশাসকের একাধিক দপ্তর পরিদর্শন আলমডাঙ্গায় ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তাদের বিজয়মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত একই গ্রামের তিন শিক্ষার্থী পেলেন সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ ১৭ জানুয়ারির মধ্যে বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যমকে আবেদনের আহ্বান ইসির ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সুষ্ঠু ভোট করাই পুলিশের মাথাব্যথা রাজধানীর বংশালে গোয়েন্দা সূত্র ধরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার নওগাঁ হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

রাজধানীর বংশালে গোয়েন্দা সূত্র ধরে অভিযান চালিয়ে বিদেশী পিস্তল উদ্ধার

রাকিব হোসেন ঢাকা: গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় যে, ০৫ আগস্ট পরবর্তী সময়ের থানা লুটের একটি অস্ত্র (বিদেশী পিস্তল) বংশাল এলাকায় গোপনীয় ভাবে লুকানো রয়েছে। এ ঘটনার সাথে সম্পর্কিত ব্যক্তিবর্গকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অস্ত্রের প্রাথমিক অবস্থান বংশালের সিককাটুলীর একটি বাসস্থানে লুকায়িত আছে বলে তথ্য পাওয়া যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য অনুযায়ী সিককাটুলী এলাকায় ০৪ জন সন্দেহভাজনের বাসস্থানে সেনাবাহিনী কর্তৃক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরবর্তীতে জনৈক রায়হান রাজের বাসস্থান হতে ০১টি বিদেশী পিস্তল (CZ-75, 0-07, Made in Czech Republic) এবং ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। রায়হান রাজ অত্র এলাকার ব্যোম রায়হান গ্রুপের একজন সক্রিয় সদস্য বলে জানা যায়। উদ্ধারকৃত অস্ত্রটি বংশাল থানার লুট হওয়া অস্ত্র এ বিষয়টি থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন। এছাড়াও অভিযান এলাকার জনৈক সামিরের বাসস্থান হতে নিম্নলিখিত দেশি অস্ত্র সমূহ উদ্ধার করা হয়ঃ

ক। ০১টি সামুরাই,

খ। ০১টি বড় চাকু,

গ। ০২টি ছোট চাকু,

ঘ। ০৫টি কিলার গিয়ার (স্পোকেট)।

এ ঘটনার সাথে সম্পর্কিত সন্দেহভাজন ০৪ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তবে মূল আসামি রায়হান রাজ পলাতক রয়েছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।



লাইক করুন