আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :আগমনী ট্রান্সপোর্টের মাধ্যমে পরিবহনের সময় বোয়ালমারীতে কাচের মালামাল ভেঙে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে সরাসরি দেখা করে তারা দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষতির অর্ধেক পরিশোধের সম্মতি দিয়েছেন।
বোয়ালমারীর ব্যবসায়ী মো. পিকুল মিয়া, স্বত্বাধিকারী মিয়া ইলেকট্রনিকস, আগমনী ট্রান্সপোর্টের মাধ্যমে ১৫০ পিস কাচের মাল গ্রহণ করেন। কার্টনের গায়ে স্পষ্টভাবে “কাচের মাল / সাবধান” লেখা থাকলেও পরিবহনের সময় চরম অবহেলায় সবগুলো মাল ভেঙে যায়। এতে পুরো চালান বিক্রির অযোগ্য হয়ে পড়ে।
এ ঘটনায় আগমনী ট্রান্সপোর্টের মালিক সুভাস শাহা নিজেই মো. পিকুল মিয়ার সঙ্গে সরাসরি দেখা করেন। সাক্ষাৎকালে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষতিপূরণ হিসেবে মোট ক্ষতির অর্ধেক অর্থ পরিশোধে সম্মতি দেন। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সন্জয় সাহা, যারা মধ্যস্থতা করেন এবং সমাধানের আশ্বাস দেন।
মো. পিকুল মিয়া বলেন, “সংবাদ প্রকাশের পর মালিকপক্ষ সরাসরি দেখা করে দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতির অর্ধেক পরিশোধের প্রস্তাব দিয়েছেন। আমরা চাই ভবিষ্যতে মালামাল পরিবহনে আরও দায়িত্বশীল আচরণ করা হোক।”
উল্লেখ্য, এ ঘটনায় বোয়ালমারীর ব্যবসায়ী মহলে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, দ্রুত দায় স্বীকার ও ক্ষতিপূরণ দেওয়ার মানসিকতা থাকলে ব্যবসায়ীদের আস্থা বজায় থাকবে।