খন্দকার শাহ আলম মন্টু, সিংগার স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গায় জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা–২০২৫” উপলক্ষে ফটোগ্রাফি প্রতিযোগিতা “প্রকৃতির রঙ”। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ সকল প্রতিযোগীর নির্বাচিত ছবি আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজয় মেলা ২০২৫-এ প্রদর্শন করা হয়।
বিজয় মেলার সমাপনী দিবসে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার মহোদয়ের উপস্থিতিতে, সহকারী অধ্যাপক একেএম ফারুকের সঞ্চালনায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থা সৌজন্য উপহার হিসেবে ক্রেস্ট প্রদান করে।
ফটোগ্রাফি প্রতিযোগিতায়
প্রথম স্থান অর্জন করেন এমডি. জহিরুল ইসলাম,
দ্বিতীয় স্থান অর্জন করেন আল রাব্বি,
এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঐশিকা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুল কবির দুদু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু,,
জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার সভাপতি সাঈদ এম হিরন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান, কুহেলী বিউটি পার্লারের স্বত্বাধিকারী সালমা পারভীন,
ও নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
আয়োজকরা জানান, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তারুণ্যের মাঝে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা এবং ফটোগ্রাফির মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা।