শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক যুগের কথার ভারপ্রাপ্ত সম্পাদক হলেন স্বপন চন্দ্র দাস ব্রডকাস্ট টেকনোলজিতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন সালাউদ্দিন সেলিম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যার পর অগ্নিসংযোগ কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে ভাঙচুর শহিদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা এই সফ‌রে তা‌রেক রহমা‌নের সঙ্গে সাক্ষা‌তের সুযোগ নেই: লন্ড‌নে জামায়াতের আমির সাংবাদিক নূরুল কবিরকে আক্রমণের অর্থ কেউ রক্ষা পাবে না : পান্না হাদির মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ, বিভিন্ন স্থানে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে: টাইমস অব ইন্ডিয়া দর্শনা পৌর প্রশাসক তাসফিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  কাঁপছে শিশু শীত সকালে

এই সফ‌রে তা‌রেক রহমা‌নের সঙ্গে সাক্ষা‌তের সুযোগ নেই: লন্ড‌নে জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে গেলেও, এই যাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্প‌তিবার (১৮ ডিসেম্বর) পূর্ব লন্ডনের এক‌টি ভেন‌্যু‌তে সংবাদ স‌ন্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা ব‌লেন।

বাংলা ট্রিবিউনের প্রতি‌বেদ‌কের প্রশ্নের জবা‌বে ডা. শফিকুর রহমান ব‌লেন, তি‌নি মাত্র এক‌দি‌নের জন‌্য এবার লন্ড‌নে গেছেন। সময় থাক‌লে দেখা তারেক রহমানের সঙ্গে কর‌তেন কি না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যে‌হেতু সু‌যোগ নেই (দেখা করার), তাই তিনি এ প্রশ্নের উত্তর দি‌চ্ছেন না।

বাংলাদেশে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতনের পর ক‌য়েকদফা যুক্তরাজ্য সফর করেছেন ডা. শফিকুর রহমান। ব্রিটিশ সরকা‌রের উচ্চপদস্থ কর্মকর্তা‌দের সঙ্গে বৈঠকের উদ্দে‌শ্যে এবার লন্ডন গেছেন বলে জানান তিনি।

বাংলাদেশের বহুল আলোচিত আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি ব‌লেন, নির্বাচন ঠিক সম‌য়েই হ‌বে, পেছা‌নোর কোনও সু‌যোগ নেই। লন্ডনে নির্ধারিত কার্যক্রম শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে যাবেন বলে জানা গেছে। আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা।



লাইক করুন