সুমন হুসাইন, দর্শনা থানা প্রতিনিধিঃ এসএসসি–৮৭ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘এসএসসি–৮৭ বন্ধু মহল, দর্শনা’–এর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ আসর দর্শনা মুক্তমঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বন্ধুদের মধ্যে আসন্ন পিকনিক আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে স্বপরিবারে একটি মিলনমেলা ও পিকনিক অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেন। তবে পিকনিকের স্থান, তারিখ, ব্যয় ও অন্যান্য বিষয় চূড়ান্ত করার লক্ষ্যে আগামী ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার বাদ আসর আবারও দর্শনা মুক্তমঞ্চে সভা আহ্বান করা হয়েছে।
আয়োজকরা জানান, উক্ত সভায় পিকনিক আয়োজনের সার্বিক সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। এ উপলক্ষে দর্শনা কেন্দ্রিক এসএসসি–৮৭ ব্যাচের সকল বন্ধু ও বান্ধবীকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এসএসসি–৮৭ বন্ধু মহলের সদস্যরা আশা প্রকাশ করেন, এ পিকনিক আয়োজনের মাধ্যমে পুরোনো বন্ধুত্ব আরও দৃঢ় হবে এবং সবাই পরিবারসহ আনন্দঘন সময় কাটাতে পারবেন।