শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক যুগের কথার ভারপ্রাপ্ত সম্পাদক হলেন স্বপন চন্দ্র দাস ব্রডকাস্ট টেকনোলজিতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন সালাউদ্দিন সেলিম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যার পর অগ্নিসংযোগ কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে ভাঙচুর শহিদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা এই সফ‌রে তা‌রেক রহমা‌নের সঙ্গে সাক্ষা‌তের সুযোগ নেই: লন্ড‌নে জামায়াতের আমির সাংবাদিক নূরুল কবিরকে আক্রমণের অর্থ কেউ রক্ষা পাবে না : পান্না হাদির মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ, বিভিন্ন স্থানে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে: টাইমস অব ইন্ডিয়া দর্শনা পৌর প্রশাসক তাসফিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  কাঁপছে শিশু শীত সকালে

দর্শনা পৌর প্রশাসক তাসফিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

মুস্তাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ দর্শনা পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক কেএইচ তাসফিকুর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দর্শনা পৌরসভার সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে কেএইচ তাসফিকুর রহমান বলেন, দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দর্শনা পৌরসভার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রশাসক হিসেবে দীর্ঘ এক বছর পাঁচ মাস কাজ করার সুযোগ পেয়ে তিনি নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি বলেন, দর্শনার মানুষ এবং পৌরসভায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত আন্তরিক। কর্মজীবনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পৌরবাসীর কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তা তিনি কোনোদিন ভুলবেন না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব সাজেদুল আলম, সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশিদ, কৃষি কর্মকর্তা মুকুল হোসেন, সমাজসেবা কর্মকর্তা হোসনে আরা, প্রধান সহকারী রুহুল আমিন, হিসাবরক্ষক আরিফিন হোসেন, পৌর কর নির্ধারক জাহিদুল ইসলাম, কার্যসহকারী হারুন অর রশিদ, লাইসেন্স পরিদর্শক মমিনুল ইসলাম, সহকারী কর আদায়কারী গোলাম কিবরিয়া শফিকুল ইসলাম, টিকাদান সুপারভাইজার আ. মজিদ এবং কম্পিউটার অপারেটর মেহেদী হাসান।

এছাড়াও দর্শনা পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



লাইক করুন