আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ থেকে প্রকাশিত বহুল প্রচারিত জনপ্রিয় পত্রিক দৈনিক যুগের কথার ভারপ্রাপ্ত সম্পাদক নিযুক্ত হলেন সাংবাদিক স্বপন চন্দ্র দাস।
গত ১৪ ডিসেম্বর থেকে তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। স্বপন চন্দ্র দাস জাতীয় দৈনিক কালবেলা ও বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি অনলাইন নিউজপোর্টাল জনতার কণ্ঠ.কমের সম্পাদক ও প্রকাশক। স্বপন চন্দ্র দাস ১৯৯৯ সাল থেকে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
তিনি সাপ্তাহিক সাহসী জনতার সাহিত্য সম্পাদক, দৈনিক যমুনা প্রবাহর বার্তা সম্পাদক ও অনলাইন সম্পাদক, দৈনিক কলম সৈনিকের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের মার্চ মাসে তিনি প্রতিদিনের দৃশ্যপট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নিযুক্ত হন। ২০২৫ সালের জুলাই থেকে জনতার কণ্ঠ.কম নামে একটি অনলাইন পত্রিকার প্রকাশক হিসেবে নিজেই সম্পাদনার দায়িত্ব নেন।
স্থানীয় পত্রিকার পাশাপাশি তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সময়, কালবেলা ও বাংলানিউজের জেলা প্রতিনিধি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। স্বপন চন্দ্র দাস সাংবাদিকতার পাশাপাশি তিনি সাহিত্যচর্চ্চার সঙ্গেও যুক্ত রয়েছেন।