শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পিতার শেষ বিদায়ে দীর্ঘ ২৩ বছর পর প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায়  আলমডাঙ্গায় চায়নাবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদীর খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ  আলমডাঙ্গা পৌর বিএনপির সহ সভাপতি আইয়ুব আলীর ইন্তেকাল দর্শনায় এসএসসি–৮৭ বন্ধু মহলের পিকনিক আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার উত্তাল বিক্ষোভ: খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ভারতীয় গুপ্তচর স‌ন্দে‌হে যুবককে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ বিমানযোগে যেভাবে মরদেহ আনা–নেওয়া হয় শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গোবিন্দগঞ্জ দোয়া অনুষ্ঠিত 

নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।,

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে স্বল্প সময়ের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেন পত্রিকাটির সংবাদকর্মীরা। এসময় দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।‌

পত্রিকাটির ইতিহাসে প্রথমবারের মতো এত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে বলে দাবি করেন এর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।

এদিকে ঢাকায় দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে ভাঙচুর, আগুন এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্তার ঘটনাসহ সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দৃঢ় ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছে সরকার।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বিবৃতিতে এই নিন্দা জানিয়েছেন।,

প্রধান উপদেষ্টার এক ফেসবুক পোস্টে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহবান জানানো হচ্ছে—কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন।

আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।

এর আগে, একই দিন দৈনিক প্রথম আলো ও ডেইল স্টার সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। সম্পাদকদ্বয়কে তিনি বলেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে আছে। পাশাপাশি খুব শিগগিরই তাদের সঙ্গে সাক্ষাৎ হবে এমন ইঙ্গিতও দেন প্রধান উপদেষ্টা।

এর আগে বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইল স্টারের অফিসে হামলা ও ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটে।,



লাইক করুন