শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দর্শনায় এসএসসি–৮৭ বন্ধু মহলের পিকনিক আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ছাত্র-জনতার উত্তাল বিক্ষোভ: খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নির্বাচন বানচাল ও সরকারের ভাবমূর্তি নষ্ট করতেই হামলা, মানববন্ধনে প্রথম আলোর কর্মীরা ভারতীয় গুপ্তচর স‌ন্দে‌হে যুবককে আটক ক‌রে পু‌লি‌শে সোপর্দ বিমানযোগে যেভাবে মরদেহ আনা–নেওয়া হয় শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় গোবিন্দগঞ্জ দোয়া অনুষ্ঠিত  চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন: মানবিক চিকিৎসার উজ্জ্বল দৃষ্টান্ত রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্দলীয় জুলাই ঐক্য কপিলমুনিতে কোটিপতির ভবন রক্ষায় সড়ক সরলীকরণ না হয়ে হচ্ছে বাঁকা: নকশা পরিবর্তন ও মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্দলীয় জুলাই ঐক্য

পটুয়াখালী প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চ’র মুখপাত্র ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদিকে সন্ত্রাসীদের গুলিতে হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে পটুয়াখালীতে।

শুক্রবার দুপুর ২ টায় সার্কিট হাউজ সংলগ্ন শহিদ হৃদয় তরুয়া চত্বরে ওয়েল ফেয়ার ফাউন্ডেশন পটুয়াখালীর চেয়ারম্যান আব্দুল্লা আন নাহিয়ান এর সভাপতিত্বে জুলাই যোদ্ধা আতিকের সঞ্চালনায় সর্বদলীয় জুলাই ঐক্য পটুয়াখালীর আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর পটুয়াখালী-১ আসনের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা জামায়াতের সেক্রেটারী শহিদুল ইসলাম কায়সারী, জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব শাহ আলম সিকদার, এনসিপির বশির আহমেদ, গণঅধিকার পরিষদের নেতা সোহেল রানা, নাগরিক কমিটির ফেরদৌস মুন্সি, ছাত্র শক্তির আহবায়ক মো. মিরাজ, জুলাই আন্দোলনের সমন্বয়ক মোঃ সালমান, আম জনতা পার্টির রিয়াজুল ইসলাম, ছাত্র শিবিরের সভাপতি তোফাজ্জেল হোসেন, ছাত্র শিবির নেতা শহিদুল ইসলাম, বেল্লাল হোসেন, শুভ প্রমুখ।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে পৌরসভার মোড়ে গিয়ে মিছিল শেষ করে। সেখানে সমাপনী বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান পটুয়াখালী পৌরসভার জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আন নাহিয়ান। বক্তারা অবিলম্বে জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির খুনীদেরকে ভারত থেকে এনে দ্রুত বিচার দাবী করেন। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলনের বলে হুশিয়ারী করেন বক্তারা।



লাইক করুন