শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দৈনিক যুগের কথার ভারপ্রাপ্ত সম্পাদক হলেন স্বপন চন্দ্র দাস ব্রডকাস্ট টেকনোলজিতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন সালাউদ্দিন সেলিম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যার পর অগ্নিসংযোগ কুষ্টিয়ায় প্রথম আলোর অফিসে ভাঙচুর শহিদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা এই সফ‌রে তা‌রেক রহমা‌নের সঙ্গে সাক্ষা‌তের সুযোগ নেই: লন্ড‌নে জামায়াতের আমির সাংবাদিক নূরুল কবিরকে আক্রমণের অর্থ কেউ রক্ষা পাবে না : পান্না হাদির মৃত্যুর পর উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ, বিভিন্ন স্থানে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে: টাইমস অব ইন্ডিয়া দর্শনা পৌর প্রশাসক তাসফিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  কাঁপছে শিশু শীত সকালে

শহিদ শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

বি.এম. সাদ্দাম হোসেন ; বিশেষ প্রতিনিধিঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে আগামী শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে তিনি এ ঘোষণা দেন।

ভাষণে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করে বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক সাহসী কণ্ঠ। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

ভাষণের শেষ প্রান্তে তিনি দেশবাসীর প্রতি সংযম ও ঐক্যের আহ্বান জানিয়ে বলেন,

“এই শোকের মুহূর্তে আসুন, আমরা শহিদ শরিফ ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি। ধৈর্য ধারণ করি, অপপ্রচার ও গুজবে কান না দিই এবং যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকি। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। এটাই হবে শহিদ হাদির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা।”

রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং শহিদ হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। সরকার আশা প্রকাশ করেছে, এই শোকের সময়ে দেশবাসী শান্তি, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেবে।



লাইক করুন