হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলা ও নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলা সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা পলাশবাড়ী চারমাথা এলাকায় অবস্থিত থানার সামনে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হাদী হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তারা ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও,গুঁড়িয়ে দাও,দিল্লির দালালেরা হুঁশিয়ার সাবধান,চব্বিশের হাতিয়ার,গর্জে উঠুক আরেকবার,ইনকিলাব জিন্দাবাদ,গোলামি না আজাদি আজাদি,এক হাদি লোকান্তরে,লক্ষ হাদি ঘরে ঘরে,হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ও লীগ ধর,জেলে ভর,সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন আন্দোলনে অংশ নেওয়া ছাত্র ও সাধারণ জনগণের প্রতিনিধিরা। বক্তারা বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন গণমানুষের কণ্ঠস্বর। তাঁর হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়,গণতন্ত্র ও ন্যায়ের আন্দোলনকেই আঘাত করেছে। অবিলম্বে হত্যার সঙ্গে জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামী দিনে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।