হায় মানুষ এতিম হয় বাবা মাকে হারিয়ে…..
কথা ও সুর: খন্দকার অহিদুল আলম মানি
গীতিকার, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন
শিল্পী ও সংগীত: হাসিবুল ইসলাম শান্ত
হায়
মানুষ এতিম হয়
বাবা মাকে হারিয়ে
দেশটাও যে এতিম হয়
জানিস কি রে মন
আপোষহীন নেত্রী
দেশনেত্রী
খালেদা জিয়া কে হারিয়ে
এতিম হল বাংলাদেশ
এতিম হল দেশের জনগন
হায় দেশটাও যে এতিম হয়
জানিস কি রে মন।
#১#
কতটা দেশপ্রেম
থাকলে হৃদয়ে
বলা যায় এ কথা-
এদেশে আমার জন্ম,এদেশেই আমার মৃত্যু হবে
বাংলাদেশ ই আমার ঠিকানা।
আজ তাঁকে হারিয়ে
আপামর জনতার
কান্নার রোল
সে যে ছিল দেশ মাটির
বড় আপনজন
হায় দেশটাও যে এতিম হয়
জানিস কিরে মন
#২#
দেশের প্রয়োজনে
গৃহিণী থেকে
নেমেছিলেন রাজপথে
গনতন্ত্র ফেরাতে মিথ্যে মামলায় বন্দী থেকেছেন
তাঁর হয়না তুলনা কারো সাথে।।
আজ তাঁকে হারিয়ে
প্রকৃতিও কাঁদে
কাঁদে জন্মভূমি
সে যে ছিল বাংলাদেশের
অমূল্য রতন
হায় দেশটাও যে এতিম হয়
জানিস কিরে মন।