মোঃ লাবলু হোসেন
দেহ আমার রেলের বগী
ইঞ্জিল খানা তারি,
মাটির তৈরি হাওয়ায় চলে
আদম নামের গাড়ি।।
হাওয়ার দমে চলে গাড়ি
কখন পড়ে জ্যামে,
জনম থেকে চলছে গাড়ি
কখন যাবে থেমে ।।
গাড়ির মালিক চিনলাম না-রে
এইনা ভবো পাড়ি #
মাটি দিয়া বানাই বডি
ভিতরে পার্টস যন্ত্র,
হাওয়ায় চলে ইঞ্জিন খানা
লাগেনা কোনো মন্ত্র ।
রঙ-বেরঙের মাটির বডি
দেখতে কি বাহারি #
লাইন ছাড়া চললে গাড়ি
যেতে হবে যমের বাড়ি।
কেউ ভাবিনা যেতে হবে
জাগত খানা ছাড়ি।।
হেলায় হেলায় গেলো বেলা
কেমনে দেবো পাড়ি #
মোঃ লাবলু হোসেন লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা