মোঃ লাবলু হোসেন
শহর বন্দর গাঁও গ্রামে
লেগে গেছে ভোট,
কে যাবে ক্ষমতায় এবার
তাই বেঁধেছে জোট।।
নেতারা সব ভোল ধরেছে
মাথায় দিয়ে টুপি,
দেখলে যেনো মনে হবে
হাজি গাজী সুফি।।
নেতার চোখে ঘুম কেড়েছে
ঘুরছে লোকের দ্বারে,
মিথ্যা কথার ফুলঝুরিতে
মনটা সবার কাড়ে।।
ভোটের পরে নেতার জোটে
ভাগ্যেের উন্নয়ন,
স্বপ্ন আশা সব রয়ে যায়
দেশের জনগণ।।
এমন করে বায়ান্ন বছর
হয়ে গেলো পার,
শুনলে এমপি মন্ত্রী রাজা
মুখটা করবে ভার।।
মোঃ লাবলু হোসেন লোকনাথ পুর দর্শনা চুয়াডাঙ্গা