নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে অবৈধ যানবাহনের চলাচল কমাতে নিয়মিতভাবে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটক করা হচ্ছে। অভিযানে ইতোমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং আটক যানবাহন সংশ্লিষ্ট থানার হেফাজতে রয়েছে।
বিশেষ চেকপোস্ট কার্যক্রমে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ব্যবহার না করা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।