বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আকাশসীমা বন্ধ করে দিল ইরান সেনা হেফাজতে নিহত বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা সম্পন্ন: চুয়াডাঙ্গায় মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার চুয়াডাঙ্গায় ব্যাটালিয়ন ৬ বিজিবি’র ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাজিরপুরে চাঁদা না পেয়ে কৃষি উদ্যোক্তার স্ত্রী-কন্যাকে পাশবিক নির্যাতন, স্বর্ণালংকার লুট গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ আদালতের আদেশে শেরপুর-২ আসনে মনোনয়ন জমা দিয়ে দোয়া চাইলেন এবি পার্টির আব্দুল্লাহ বাদশা  ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকরির অধিকার দিতে হবে: শিবির সভাপতি সিরাজগঞ্জ-৫ আসনের প্রার্থিতা ফিরে পেলেন মতিয়ার রহমান  নওগাঁয় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালিত

সিরাজগঞ্জে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট জোরদার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট জোরদার করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জেলা পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে অবৈধ যানবাহনের চলাচল কমাতে নিয়মিতভাবে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটক করা হচ্ছে। অভিযানে ইতোমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং আটক যানবাহন সংশ্লিষ্ট থানার হেফাজতে রয়েছে।

বিশেষ চেকপোস্ট কার্যক্রমে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।

জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে রেজিস্ট্রেশনবিহীন যানবাহন ব্যবহার না করা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।



লাইক করুন